স্যান্ডালিনা বর্ণিল বিয়ে : সিজন-৩

বিয়ে—যেখানে ভালোবাসার প্রতিশ্রুতি সামাজিক স্বীকৃতিতে রূপ নেয়, আর সাজ–সজ্জার ছোঁয়ায় প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়।

কখনো রেশমি বুননের নীরব ঝিলিক, কখনো হাতে গাঁথা বেনারসির নকশার ভার। সাজের ভাঁজে ভাঁজে ধরা পড়ে কনের স্বপ্ন আর সময়ের ঐতিহ্য। রঙ, আলো আর অনুভূতির এই চলমান যাত্রায় আনন্দ উদ্‌যাপনের ধারাও বদলে যায় সময় আর সংস্কৃতির সঙ্গে। যা দেখা যায় অঞ্চলভেদে বিয়ের আয়োজনেও। যেখানে থাকে নিজস্ব সংস্কৃতি, রীতি–নীতি এবং ভিন্নতা।

তাই বিয়ে মানে কেবল একটি অনুষ্ঠান নয়—এর পেছনে থাকে পরিকল্পিত প্রস্তুতি, খুঁটিনাটি ভাবনা আর প্রতিটি সাজে ও আয়োজনে গল্প বলার চেষ্টা।

বাগদান থেকে মধুচন্দ্রিমা, সাজ–সজ্জা থেকে কেনাকাটা, কনের বাড়ি থেকে বরের বাড়ি—বিয়ের প্রতিটি ধাপ, প্রতিটি রঙ আর প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রথম আলো ডটকমের বিশেষ আয়োজন।

Wedding 1
Wedding 2
Wedding 1

বিয়ের খবর

প্রস্তুতি থেকে কেনাকাটা, অনুষ্ঠান পরিকল্পনা থেকে আয়োজন—বিয়েবিষয়ক নানা তথ্য ও খবর...